মতবিনিময় সভায় শ্রমজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের নানা সমস্যা ও ভোগান্তির কথা তুলে ধরেন। এ সময় সাবেক কমিশনার আনোয়ারুজ্জামান আনোয়ার মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং সমস্যা সমাধানে দ্রুততম সময়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, শ্রমজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ীরাই দেশের অর্থনীতির প্রাণশক্তি। তাদের ন্যায্য অধিকার ও ব্যবসার নিরাপত্তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা নগর থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নাইমুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ, যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের নুটুল, ৯৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি হালিম দেওয়ান, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ শামিম, তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুদ।নতুন দুটি টেলিভিশন চ্যানেলের অনুমোদন, বিস্ফোরক মন্তব্য নুরেরশেরেবাংলা নগর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল সরকার শাহীনের সভাপতিত্বে এবং সদস্য মো. সোহেল খানের...