নিজস্ব প্রতিবেদক : ২০২৬ সালের হজের প্রাথমিক নিবন্ধনের সময়সীমা শেষ হতে বাকি মাত্র ৪ দিন। ১২ অক্টোবর পর্যন্ত নিবন্ধনের সুযোগ থাকলেও এখন পর্যন্ত মাত্র ৭,৯২১ জন হজযাত্রী প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করেছেন, যা মোট কোটা ১,২৭,১৯৮ জনের তুলনায় খুবই কম। ধর্ম মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে—সময়সীমা আর বাড়ানো হবে না। সৌদি সরকারের রোডম্যাপ অনুযায়ী সময়মতো প্রক্রিয়া শেষ না হলে হজে গমন অনিশ্চিত হয়ে পড়বে। হজের সম্ভাব্য তারিখ: ২৬ মে ২০২৬ (চাঁদ দেখার ওপর নির্ভরশীল) বেসরকারি প্যাকেজ: শুরু ৫,০৯,১৮৫ টাকা থেকে (এজেন্সি ভেদে পরিবর্তনযোগ্য) এবার হজযাত্রীদের বিমান ভাড়াও কমানো হয়েছে — ১,৫৪,৮৩০ টাকা (গত বছর ছিল ১,৬৭,৮২০ টাকা)। নিবন্ধনের মাধ্যম: www.hajj.gov.bd , লাব্বাইক...