“আমি মরে যাইতাম, আমার বুকের ধন সন্তানটা যদি বাঁইচা থাকতো! তাইলে মরেও শান্তি পাইতাম। শেষবারের মতোন ছেলের মুখটা এক নজর দেখতে চাই। কেউ আমার ছেলের লাশটা আইন্না দেও।” এভাবেই কাঁদতে কাঁদতে আকুতি জানাচ্ছিলেন হোসনে আরা বেগম। গত রবিবার (৫ অক্টোবর) সৌদি আরবের একটি হাসপাতালে মারা গেছে তার ছেলে মো. হাবিব খান। হাবিব খানের স্বজনরা জানান, মিজানুর রহমান খান ও হোসনে আরা বেগম দম্পতির চার সন্তানের মধ্যে একমাত্র ছেলে হাবিব খান (২৫)। তিন মেয়ের মধ্যে বড় মেয়ের বিয়ে হয়েছে, ছোট দুই মেয়ে বাড়িতেই আছে। ২০২৩ সালে জীবিকার সন্ধানে সৌদি আরবে যান হাবিব। সৌদির মক্কায় একটি আবাসিক হোটেলে কিছুদিন কাজ করার পর আর কাজ পাননি। আর্থিক অভাবে না খেয়ে দিন কাটছিল তার। ছোটখাটো কাজ জুটলেও পারিশ্রমিক তেমন পেতেন না। খাবারের কষ্ট ও...