০৮ অক্টোবর ২০২৫, ১১:৫৩ এএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ১১:৫৩ এএম জামালপুরের বকশীগঞ্জে গাছের ডাল কাটতে গিয়ে এক যুবক গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। নিহত যুবকের নাম শহিদুল্লাহ শেখ (৩৩)। তিনি সাধুরপাড়া ইউনিয়নের আচ্চাকান্দি গ্রামের চাঁন আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৬ অক্টোবর) শহিদুল্লাহ শেখ বাড়ির পাশে একটি আম গাছের ডাল কাটতে গাছে ওঠেন। এ সময় পা পিছলে তিনি গাছ থেকে মাটিতে পড়ে গুরুতর আহত হন। পরে পরিবার ihn উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শহিদুল্লাহ শেখ মারা যান। বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। শহিদুল আলমের...