০৮ অক্টোবর ২০২৫, ১১:০২ এএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ১১:০৫ এএম আওয়ামী লীগের ফিরে আসা মানেই গণঅভ্যুত্থান মিথ্যা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে চাঁপাইনবাবগঞ্জে এক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। সারজিস আলম বলেন, আওয়ামী লীগের ফিরে আসা মানেই গণঅভ্যুত্থান মিথ্যা, আন্দোলন মিথ্যা। সেই সুযোগ বাংলাদেশের মানুষ কাউকে দেবে না। তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ যে আন্দোলনের মধ্য দিয়ে ২০২৪ সালের আগস্টে পরিবর্তন এনেছে, সেটাকে কেউ প্রশ্নবিদ্ধ করতে পারবে না। হুঁশিয়ারি উচ্চারণ করে এই এনসিপি নেতা বলেন, যারা ভাবছেন, আওয়ামী লীগ আবার ফিরবে, তারা এই স্বপ্ন দেখা বন্ধ করুন। না হলে তাদের পরিণতিও হবে একই পথে, যেভাবে আওয়ামী লীগ গেছে। কাউকে শেখ হাসিনা...