ফিলিস্তিনের গাজা উপত্যকায় ত্রাণ নিয়ে যাওয়া একটি নৌবহর আটকে দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এই বহরে থাকা বাংলাদেশি আলোকচিত্রী ও লেখক শহিদুল আলম দাবি করেছেন, তাঁকে ইসরায়েলের দখলদার বাহিনী অপহরণ করেছে। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক ভিডিও বার্তায় শহিদুল আলম এই দাবি করেন। তিনি জানান, তিনি ‘কনশান্স’ নামের একটি জাহাজে রয়েছেন। ভিডিও বার্তায় শহিদুল আলম বলেন, "আমি শহিদুল আলম, বাংলাদেশের একজন আলোকচিত্রী এবং লেখক। আমাদের সমুদ্রে আটক করা হয়েছে এবং আমাকে ইসরায়েলের দখলদার বাহিনী অপহরণ করেছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতা এবং সহায়তায় যারা গাজায় গণহত্যা চালাচ্ছে।" তিনি তাঁর সকল কমরেড ও বন্ধুদের কাছে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাওয়ার আবেদন জানান। 'গাজা ফ্রিডম ফ্লোটিলা' জানিয়েছে যে, ইসরায়েলি সেনাবাহিনী তাদের কনভয়ে আক্রমণ করেছে এবং গাজার দিকে যাত্রা...