ঢাকা: গাজার যুদ্ধবিরতি ইস্যুতে মিশরে চলমান পরোক্ষ আলোচনার দ্বিতীয় দিন মঙ্গলবার (শারম আল-শেখে) শেষ হয়েছে। আলোচনায় অংশ নেওয়া হামাস কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা পরিকল্পনার অংশ হিসেবে তারা ইসরায়েলের কাছ থেকে গাজার বিরুদ্ধে যুদ্ধের স্থায়ী অবসান এবং ফিলিস্তিনি ভূখণ্ড থেকে পূর্ণ সেনা প্রত্যাহারের নিশ্চয়তা চান। এদিন হোয়াইট হাউসে যুদ্ধ শুরুর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প বলেন, গাজা চুক্তির “বাস্তব সম্ভাবনা” রয়েছে।এদিকে, মঙ্গলবার হামাসসহ বিভিন্ন ফিলিস্তিনি গোষ্ঠীর একটি জোট যৌথ বিবৃতি দিয়ে “সব ধরনের প্রতিরোধ অব্যাহত রাখার” অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। বিবৃতিতে তারা জানায়, “কেউ ফিলিস্তিনি জনগণের অস্ত্র ত্যাগের অধিকার রাখে না।” বিশ্লেষকদের মতে, ট্রাম্প পরিকল্পনায় হামাসের নিরস্ত্রীকরণের শর্তের জবাব হিসেবেই এই বিবৃতি দেওয়া হয়েছে।হামাসের শীর্ষ কর্মকর্তা ফাওজি বারহুম জানান, তাদের আলোচকরা যুদ্ধের সমাপ্তি ও “দখলদার...