ঢাকা: গাজার উদ্দেশ্যে ইসরায়েলি অবৈধ নৌঅবরোধ ভাঙতে যাত্রা শুরু করেছিল আন্তর্জাতিক নৌবহর “ফ্রিডম ফ্লোটিলা”, যার অন্যতম যাত্রী ছিলেন বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলম। খবর টাইমস অব ইসরায়েল।সংবাদ মাধ্যমে জানানো হয়, দেশটির নৌবাহিনী ফ্লোটিলার সব নৌযান ও যাত্রীদের আটক করেছে। ফ্লোটিলা গাজার সমুদ্রবন্দর অতিক্রম করে প্রবেশের চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, “যুদ্ধে প্রবেশের লক্ষ্যে বৈধ নৌবন্দর ভেঙে ঢোকার আরেকটি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।”আটককৃত জাহাজ ও যাত্রীদের একটি ইসরায়েলি বন্দরে নেওয়া হয়েছে এবং তারা সবাই সুস্থ ও নিরাপদ রয়েছেন। দ্রুত তাদের বহিষ্কারের পরিকল্পনাও রয়েছে বলে জানায় ইসরায়েল।ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন কর্তৃক আয়োজিত এই নয়-জাহাজের ফ্লোটিলায় অন্তত ১০০ জন সক্রিয় কর্মী ছিলেন। এর মধ্যে একটি জাহাজের নাম কনসিয়েন্স (Conscience), যা প্রায় দুই সপ্তাহ আগে ইতালি থেকে যাত্রা শুরু করে।কনসিয়েন্সের...