নিজস্ব প্রতিবেদক : এক লাখ ডলারের স্কলারশিপ পেয়েও যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার স্বপ্ন ভেঙে গেছে ২৭ বছর বয়সী ভারতীয় সাংবাদিক কৌশিক রাজের। তিনি নিউইয়র্কের কলাম্বিয়া ইউনিভার্সিটিতে ডেটা জার্নালিজমে মাস্টার্স করতে যাচ্ছিলেন। সকল প্রস্তুতি শেষ করার পরও মার্কিন দূতাবাস তার শিক্ষার্থী ভিসা বাতিল করে। কারণ হিসেবে আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও রাজের ধারণা, তার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পোস্টই কাল হয়ে দাঁড়িয়েছে। “আমি গাজা বা ইসরায়েল যুদ্ধ নিয়ে কিছু লিখিনি। তবুও, আমার সাংবাদিকতার কাজে ঘৃণা-প্রসূত অপরাধ নিয়ে লেখালেখির প্রতিফলন আমার অনলাইন অ্যাক্টিভিটিতে রয়েছে,” — বলেন রাজ। মার্কিন অভিবাসন কর্তৃপক্ষের পাঠানো চিঠিতে বলা হয়, তিনি তার জন্মস্থান ভারতের সঙ্গে যথেষ্ট সংযুক্ত এমন প্রমাণ দিতে পারেননি, যাতে তাকে নির্দিষ্ট সময় শেষে দেশে ফেরার বিষয়ে ‘বাধ্য’ করা যায়। তবে ওই চিঠিতে সোশ্যাল মিডিয়া পোস্টের বিষয়ে কিছু উল্লেখ ছিল...