ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজি (USET) এবং এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টার (FBCCI IRC) এর মধ্যে শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজি(USET)এর উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার এ.কে.এম ফজলুল হক, এফবিসিসিআই আইআরসি এর সভাপতি মো. জসীম উদ্দিন, এফবিসিসিআই আইআরসি-এর সিনিয়র ভাইস চেয়ারম্যান মোস্তফা আজাদ চৌধুরী বাবু। সমঝোতা স্মারকে ইউসেট এর রেজিস্ট্রার মোশাররাফ হোসাইন এবং এফবিসিসিআই আইআরসি এর সিইও বিকর্ণ কুমার ঘোষ উভয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্মাক্ষর করেন। সমঝোতা স্মাক্ষর অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যাংকের পরিচালক, নির্বাহী পরিচালক, এনজিও, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং দেশের গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। এই চুক্তির মাধ্যমে যৌথ গবেষণা কার্যক্রম, শিল্প উদ্ভাবন, দক্ষতা উন্নয়নমূলক...