নিজস্ব প্রতিবেদক : প্রায় ৫ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ৪ কোটি ৬০ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপ-পরিচালক মো. সাইদুজ্জামান মঙ্গলবার (৭ অক্টোবর) ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন। এনবিআরের মুসক বাস্তবায়ন ও আইটি বিভাগের সদস্য হিসেবে দায়িত্বে থাকা বেলাল হোসাইন অতীতে পাবলিক সার্ভেন্ট হিসেবে কর্মরত থাকা অবস্থায়ই এই সম্পদ অর্জন করেন বলে মামলায় উল্লেখ করা...