গাজায় অবৈধ নৌ অবরোধ ভাঙতে রওনা দেওয়া বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলমদের কনসেন্সসহ ফ্রিডম ফ্লোটিলার সব জাহাজ আটকের দাবি জানিয়েছে ইসরায়েল। জাহাজগুলো ও যাত্রীদের ইসরায়েলের এক বন্দরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে তারা। পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে জানিয়েছে, ‘আইনসিদ্ধ নৌ অবরোধ ভাঙা ও যুদ্ধক্ষেত্রে প্রবেশের আরেকটি ব্যর্থ প্রচেষ্টা শেষ হলো। নৌযান ও যাত্রীদের ইসরায়েলি বন্দরে নেওয়া হচ্ছে। সব যাত্রী নিরাপদ ও সুস্থ আছেন। তাঁদের দ্রুত দেশে ফেরত পাঠানো হবে।’ ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন নামক সংগঠন ৯টি নৌকা নিয়ে এই অভিযান পরিচালনা করে, যার মধ্যে একটি নৌকার নাম ছিল ‘কনসায়েন্স’। এতে প্রায় ১০০ জন কর্মী ছিল বলে জানানো হয়েছে। ফ্লোটিলাটি প্রায় দুই সপ্তাহ আগে ইতালি থেকে যাত্রা শুরু করে। ‘কনসায়েন্স’ জাহাজের আয়োজকরা আজ সকালে জানিয়েছেন, ‘আমাদের জাহাজটি বর্তমানে একটি ইসরায়েলি...