দীর্ঘ ২৭ বছর আগে প্রকাশ পেয়েছিল সদ্য প্রয়াত গায়ক জুবিন গার্গের একটি গান, শিরোনাম ‘রই রই বিনালে’। অসমীয়া ভাষায় গাওয়া এই গান ছিল তাঁর ‘শব্দ’ নামের একটি অ্যালবামে। এবার সেই নামেই নির্মিত হয়েছে জুবিনের শেষ সিনেমা ‘রই রই বিনালে’। এটি আগামী ৩১ অক্টোবর ভারতজুড়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবিটির গল্প লিখেছেন জুবিন নিজেই। এমনকি অভিনয় ও পরিচালনাতেও ছিলেন তিনি। বছর তিনেক আগে ছবিটির কাজ শুরু করেছিলেন জুবিন ও রাজেশ ভূঁইয়া। আসামের ভূমিপুত্র জুবিন মারা যাওয়ার পর এই ছবির মুক্তি ঘিরে আবেগাপ্লুত জুবিনের স্ত্রী গরিমা সাইকিয়া গার্গ, তাঁর বোন পালমে বরঠাকুর ও পরিবারের অন্য সদস্যরা। প্রয়াত গায়কের ব্যক্তিগত প্রোজেক্ট ছিল ছবিটি। মঙ্গলবার (৭ অক্টোবর) গুয়াহাটির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছবিটির শেষ ভাগের শুটিং উপলক্ষে উপস্থিত হয়েছিলেন জুবিনের স্ত্রী গরিমাসহ পরিবারের অন্য সদস্যরা।...