কেক তৈরির জন্য লাগবে ময়দা সোয়া এক কাপ, কোকো পাউডার ১/৩ কাপ, বেকিং পাউডার ১/২ টেবিল চামচ, ইনস্ট্যান্ট কফি ২ চা-চামচ, লবণ ১/৪ চা-চামচ, ডিম ৪টি, কাস্টার সুগার ১ কাপ, দুধ ১/২ কাপ, ভিনেগার ১ চা-চামচ, ভ্যানিলা এসেন্স ২ চা-চামচ, তেল ১/৩ কাপ এবং গরম পানি ১/৪ কাপ। চকলেট কাস্টার্ড ফ্রস্টিংয়ের জন্য লাগবে দুধ ২ কাপ, চিনি ১/২ কাপ বা স্বাদমতো, কাস্টার্ড পাউডার ৩ টেবিল চামচ, কোকো পাউডার ১/৪ কাপ, ভ্যানিলা এসেন্স ১ চা-চামচ, লবণ এক চিমটি, ডার্ক চকলেট কুচি ১/২ কাপ, হুইপিং ক্রিম ১০০ মিলি, চিনি সিরাপ এবং কেকের গুঁড়ো। প্রথমে একটি বাটিতে ছাঁকনি বসিয়ে ময়দা, কোকো পাউডার, বেকিং পাউডার, ইনস্ট্যান্ট কফি ও পিঙ্ক লবণ একসঙ্গে ছেঁকে নিন। আলাদা করে রাখুন। অন্য একটি বাটিতে ডিম ও চিনি একসঙ্গে ৪-৫...