নড়াইল: নড়াইলের কালিয়া উপজেলায় পুকুর থেকে দুই ভাইবোনের মৃতদেহ উদ্ধার হয়েছে। পিতার দাবি তারা গোসলে নেমে ডুবে মারা গেছে।মায়ের দাবি তার সন্তানদের হত্যা করে ডুবে মরার গল্প বানানো হচ্ছে। মৃত ভাইবোন হলো তাসলিমা খানম (১৫) ও কাওসার শেখ (৮)। মঙ্গলবার (০৭ অক্টোবর) সন্ধ্যার পর উপজেলার শিবানন্দপুর গ্রামের দাউদ মীরের বাড়ির পেছনের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। তারা শিবানন্দপুর গ্রামের কৃষক আজিবার শেখের সন্তান। তাসলিমা বড়দিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণি ও কাওসার শিবানন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে তাসলিমা ও তার ভাই কাওসারকে প্রতিবেশী নাহার বেগম পার্শ্ববর্তী দাউদ মীরের বাড়ির পেছনের পুকুরের দিকে যেতে দেখেন। সন্ধ্যা ঘনিয়ে এলেও তাদের খোঁজ না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেন। পরে স্থানীয়রা...