রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব তিথি মহাউৎসবকে ঘিরে উত্তেজনা বিরাজ করছে। আগামী ১০, ১১ ও ১২ অক্টোবর এ উৎসব অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, গৌরাঙ্গদেব ট্রাস্টি বোর্ডের নেতৃত্ব নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। এতে উৎসব সুষ্ঠুভাবে আয়োজন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।সোমবার কাকনহাটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে সনাতন ধর্মাবলম্বীদের স্থানীয় নেতৃবৃন্দ এ শঙ্কার কথা তুলে ধরেন। তারা অভিযোগ করেন, গৌরাঙ্গদেব ট্রাস্টি বোর্ডের বর্তমান পরিচালনা কমিটি দীর্ঘদিন ধরে অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে রয়েছে। এসব অভিযোগের প্রেক্ষিতে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টসহ কয়েকটি সংগঠন ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে লিখিত অভিযোগও দিয়েছেন। সেখানে তারা দুর্নীতির তদন্ত ছাড়াও বহিরাগতদের বাদ দিয়ে স্থানীয়দের ট্রাস্টির সদস্য করার দাবি তুলেছেন।গোদাগাড়ী উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট কমিটির সাংগঠনিক সম্পাদক সুজন পাল বলেন, “গৌরাঙ্গদেব...