ছটফটে আর খেলার মাঠে দৌড়ে বেড়ানো ছেলেটা হঠাৎ জেনেছিল, সে আর হাঁটতে পারবে না। তখন ২০০৮ সাল। নবম শ্রেণিতে পড়ে সে। শুরু হলো চিকিৎসা আর দৌড়ঝাঁপ। কিন্তু ঠেকানো গেল না। ২০১১ সাল থেকে আর কখনোই নিজের পায়ে হাঁটতে পারলেন না নূর নাহিয়ান। কিশোর বয়সে এ বিপর্যয়ে জীবন সম্পর্কে বিশ্বাসটা ভেঙে গিয়েছিল নাহিয়ানের। সেই সময়ের কথা মনে করে নাহিয়ান প্রথম আলোকে বলেন, ‘আমি ভাঙতে ভাঙতে নিঃশেষ হয়েছিলাম। সেখান থেকে আবার শুরু করেছি।’ এখন নাহিয়ান হুইলচেয়ারে চলাফেরা করেন। হুইলচেয়ার মানেই যে জীবন থামিয়ে দেওয়া নয়, বরং এগিয়ে চলাও হতে পারে, সেটাই প্রমাণ করেছেন তিনি। নাহিয়ানের সেই পথচলা নানা দিকে বিস্তৃত। এখন পর্যন্ত ৩০টি বইয়ের প্রচ্ছদকরেছেন তিনি। তাঁর লেখা পাঁচটি বই প্রকাশিত হয়েছে। খেলতে ভালোবাসেন। ন্যাশনাল প্যারালিম্পিক কমিটির স্বেচ্ছাসেবক হয়েছেন। দেশে কয়েকবার হুইলচেয়ার...