পবিত্র ওমরাহ পালনে ইচ্ছুকদের সুখবর দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। তারা ঘোষণা করেছে, এখন থেকে সব ধরনের ভিসাধারীরাই ওমরাহ পালনের সুযোগ পাবেন। সৌদি প্রেস এজেন্সির বরাতে মন্ত্রণালয় জানায়, এই পদক্ষেপের লক্ষ্য হলো ওমরাহ পালনের প্রক্রিয়া আরও সহজ করা এবং বিশ্বের মুসলমানদের জন্য পবিত্র নগরীতে প্রবেশাধিকার বাড়ানো—যা সৌদি ভিশন ২০৩০-এর অন্যতম লক্ষ্য। খবর গালফ নিউজের। মন্ত্রণালয়ের ঘোষণায় বলা হয়েছে, এখন থেকে ব্যক্তিগত ভিসা, পারিবারিক ভিসা, ই-ট্যুরিস্ট ভিসা, ট্রানজিট ভিসা, কর্মসংস্থান ভিসাসহ সব ধরনের ভিসাধারী ওমরাহ পালন করতে পারবেন। মন্ত্রণালয় আরও জানায়, “এই সিদ্ধান্তের মাধ্যমে সৌদি আরব বিশ্বের সব প্রান্তের মুসলমানদের সহজ ও প্রশান্ত পরিবেশে তাদের ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে সহায়তা করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।” ওমরাহ পালনের জন্য মন্ত্রণালয় ‘নুসুক ওমরাহ প্ল্যাটফর্ম’ চালু করেছে, যেখানে ব্যবহারকারীরা সরাসরি অনলাইনে প্যাকেজ নির্বাচন, অনুমতি...