এশিয়া কাপে ব্যর্থতার পর আফগানিস্তানের বিপক্ষে আরব আমিরাতে টি-টুয়েন্টি পরীক্ষায় সফল বাংলাদেশ। আফগানদের সিরিজে হোয়াইটওয়াশের পর তিন ম্যাচের ওয়ানডে লড়াইয়ে জয়ের লক্ষ্য লাল-সবুজদের। মেহেদী হাসান মিরাজের দল বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় আবুধাবিতে মাঠে নামবে। প্রথম ম্যাচের আগে অধিনায়ক মিরাজ বলেছেন, দল নিয়ে অনেকবেশি আত্মবিশ্বাসী তিনি। টাইগাররা ছোট সংস্করণের ক্রিকেটে ভালো সময় পার করছে। টানা চার সিরিজ জিতে নিয়েছে। তবে ওয়ানডেতে কঠিন সময় পার করছে বাংলাদেশ। শেষ তিন সিরিজেই দেখতে হয়েছে হারের মুখ। শ্রীলঙ্কার মাটিতে ২-১ ব্যধানের সিরিজ হার, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-০ ব্যবধানে হার। আরব আমিরাতেই এরআগে আফগানদের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ খোয়ায় বাংলাদেশ। দ্বিপাক্ষিক সিরিজের হিসেবে আফগানদের বিপক্ষে হেড টু হেডে সমানে-সমান বাংলাদেশ। এপর্যন্ত চার সিরিজে সমানসংখ্যক দুই সিরিজ জয় পেয়েছে দুদল। তবে শেষ দুটি সিরিজই জিতেছে আফগানরা।...