গাজা যুদ্ধ বন্ধে ইসরায়েলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় কয়েকটি শর্ত জুড়ে দিয়েছে ফিলিস্তিনের স্বাধনিতাকামী সংগঠন হামাস। তবে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির বিষয়ে চুক্তি না হওয়া পর্যন্ত মিশর ছাড়বে না বলে জানিয়েছে মার্কিন প্রতিনিধি দল। আজ (৮ অক্টোবর) বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, হামাসের শর্তগুলোর মধ্যে রয়েছে স্থায়ী যুদ্ধবিরতি, গাজা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার এবং মানবিক সহায়তার অবাধ প্রবেশ। এদিকে, যুদ্ধ বন্ধের লক্ষ্য অর্জনের জন্য কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এজন্য সব জিম্মিকে ফিরিয়ে আনা, হামাসের শাসনের অবসান ঘটানো এবং ইসরায়েলের জন্য গাজা হুমকি হয়ে দাঁড়াবে না- এসব বিষয় নিশ্চিত করার তাগিদ দিয়েছেন তিনি। মার্কিন প্রতিনিধি দল স্টিভ উইটকফ...