কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এই সময়ে ইউটিউবে যারা কনটেন্ট তৈরি করে জীবিকা নির্বাহ করছেন তাদের জন্য ‘ভয়ের’ বলে মন্তব্য করেছেন বিশ্বের শীর্ষ জনপ্রিয় ইউটিউবার মিস্টারবিস্ট। তিনি বলেছেন, জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্রুত অগ্রগতি ‘লাখ লাখ ইউটিউব নির্মাতা যারা বর্তমানে জীবিকা নির্বাহের জন্য প্লাটফর্মটিতে কনটেন্ট তৈরি করছেন’ তাদের জন্য ‘ভয়ের বিষয়’। গত কয়েক বছরে বিভিন্ন এআই টুল এতটাই উন্নত হয়েছে যে, এরা এখন কেবল সাধারণ এক নির্দেশনা বা প্রম্পট দিয়েই পুরোপুরি ভিডিও বানিয়ে ফেলতে পারে। সবচেয়ে নতুন এই এআই টুলের নাম ‘সোরা’, যা গত সপ্তাহে উন্মোচন করেছে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই। টুলটি দিয়ে খুব সহজেই কপিরাইটওয়ালা চরিত্র ও কনটেন্ট নকল করা যায়। ফলে এটি নিয়ে এরইমধ্যে সমালোচনা শুরু হয়েছে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিস্টারবিস্ট, যার আসল নাম জিমি ডোনাল্ডসন প্রশ্ন...