ক্যারিয়ারের শেষপ্রান্তে এসে দাঁড়িয়েছেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে পাকাপাকি অবসরের গুঞ্জনও শোনা যাচ্ছে। তার বর্ণাঢ্য ক্যারিয়ারের পেছনে আছে বলিউড তারকা আনুশকা শর্মার বিরাট অবদান। দাম্পত্য জীবনে আনুশকার শান্ত থাকা ও ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার জীবনসঙ্গী বিরাট কোহলির জীবনে বড় পরিবর্তন এনেছে। সম্প্রতি একটি স্পোর্টস ব্র্যান্ডের অনুষ্ঠানে আনুশকা বলেন, ‘কয়েক বছর আগেও আমি খুব দ্রুত প্রতিক্রিয়া দেখাতাম। এখন আমি শিখেছি কীভাবে ভেবে, শান্তভাবে প্রতিক্রিয়া জানাতে হয়—এতে জীবনের মান অনেক উন্নত হয়েছে।’ তিনি মজার ছলে কোহলির দিকে ইঙ্গিত করে বলেন, ‘এটা শুধু আমার জীবনই বদলায়নি… তোমারও বদলেছে। অনেক সময় দেখি, বিরাট বোলারদের চেয়েও বেশি উদযাপন করে!’ ভারতীয় মোটিভেশনাল ও আধ্যাত্মিক বক্তা জয়া কিশোরীও এক সাক্ষাৎকারে এই তারকা দম্পতির পরিবর্তনের কথা তুলে ধরেন, ‘সত্যিকারের সফল মানুষ সেই, যে আধ্যাত্মিকতার পথে হাঁটে।...