ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের জন্য চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেছে নৌ পুলিশ। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে চাঁদপুর নৌ-সীমানার বিভিন্ন স্থানে লঞ্চ ও স্পিডবোটে টহল জোরদার করা হয়। অভিযানে জেলা মৎস্য বিভাগের কর্মকর্তারাও সার্বিক সহযোগিতা করেন। চাঁদপুর নৌ-পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় চাঁদপুরসহ আশপাশের নদ-নদীতে পরিচালিত অভিযানে ৩৩ লাখ মিটার নিষিদ্ধ জাল, ২৫৭ কেজি ইলিশ মাছ এবং ৫টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়েছে। এ সময় ৭ জন জেলেকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর অঞ্চলের নৌ-পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক এবং চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম এস ইকবাল। জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ...