হামাস জানিয়েছে, তারা এমন নিশ্চয়তা চাইছে যাতে ইসরায়েল গাজায় চলমান যুদ্ধ সম্পূর্ণ বন্ধ করে এবং ফিলিস্তিনি ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহার করে নেয়। মিসরে দ্বিতীয় দিনের মতো পরোক্ষ আলোচনার পর এই তথ্য প্রকাশ পায়। মঙ্গলবার মিসরের শার্ম আল-শেখে আলোচনার দ্বিতীয় দিন শেষ হয়। এর আগে হোয়াইট হাউসে যুদ্ধ শুরুর দ্বিতীয় বার্ষিকীতে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প বলেন, গাজা নিয়ে সমঝোতার ‘বাস্তব সুযোগ’ তৈরি হয়েছে। এরপর বুধবার থেকে আলোচনায় যোগ দিচ্ছেন কাতার ও যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তারা। তারা আলোচনায় অংশ নিতে মিসরের উদ্দেশে রওনা হয়েছেন। মঙ্গলবার দিনের শুরুতে হামাসসহ বেশ কয়েকটি ফিলিস্তিনি গোষ্ঠীর জোট এক যৌথ বিবৃতি দেয়। তারা জানায়, ‘সব উপায়ে প্রতিরোধ অব্যাহত থাকবে।’ সেই সঙ্গে বলে, ‘ফিলিস্তিনি জনগণের অস্ত্র কেড়ে নেওয়ার অধিকার কারও নেই।’ এটি আসলে ট্রাম্পের পরিকল্পনায় থাকা হামাস নিরস্ত্রীকরণের প্রস্তাবেরই...