০৮ অক্টোবর ২০২৫, ০৯:৫৮ এএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ১০:০৩ এএম রাউজান (চট্টগ্রাম) — চট্টগ্রামের রাউজান মদুনাঘাট ব্রীজ সংলগ্ন হাটহাজারী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক যুবককে গুলি করে হত্যা করা হয়। এঘটনার ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বুধবার (৮ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, এই সহিংস ঘটনা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির একটি বড় ধরণের নজীর। এই রক্তাক্ত ঘটনা ঐ এলাকার জনমনে উদ্বেগ ও ভীতির সঞ্চার করেছে। বর্তমানে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, চারিদিকে অনিশ্চয়তা, অস্থিরতা ও হতাশা বিরাজমান, যা এই বর্তমান সরকারের কাছ থেকে জনগণ প্রত্যাশা করে না। জনপ্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার কারণেই দুস্কৃতিকারিরা অপকর্মে মেতে উঠেছে। সমাজের অভ্যন্তরে ছড়িয়ে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসন নিষ্ক্রিয়, সেই কারণে...