০৮ অক্টোবর ২০২৫, ১১:০০ এএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ১১:০০ এএম টেইলর সুইফটের নতুন অ্যালবাম ‘দ্য লাইফ অফ এ শোগার্ল’ প্রকাশের পর থেকে সমালোচনার ঝড় উঠেছে। এবার এমন সমালোচনা এসেছে যে, সবচেয়ে কট্টর ভক্তরাও কিছুটা হতাশ হয়েছেন। একদিকে অ্যালবামের নামে একের পর এক দামী সংস্করণ বাজারে ছুঁড়ে দেওয়া হচ্ছে, অন্যদিকে প্রেমিক ট্র্যাভিস কেলসিকে নিয়ে লেখা গানটি একেবারেই সাদামাটা—ফলে বিতর্ক শেষ নেই। মিউজিক রিভিউ সাইট ‘পিচফোর্ক’ অ্যালবামটিকে ১০-এর মধ্যে মাত্র ৫.৯ রেটিং দিয়েছে, উল্লেখ করে, ‘তাঁর গান এত আবেদনহীন আগে কখনও লাগেনি।’ ‘দ্য নিউ ইয়র্কার’ প্রশ্ন তুলেছে, ‘সম্ভবত সুইফটের আবেগের গণ্ডি এখন সীমাবদ্ধ হয়ে গেছে।’ বিলবোর্ড অ্যালবামের গানগুলোকে ‘গৎবাঁধা পপ ট্র্যাক’ হিসেবে বর্ণনা করেছে, যা দৈর্ঘ্য এবং গঠনে একই রকম। সমালোচনার পেছনে রয়েছে আরও কিছু কারণ—অ্যালবামের ব্যক্তিগত বিষয়বস্তু এবং নতুন...