০৮ অক্টোবর ২০২৫, ১০:৪৩ এএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ১০:৪৪ এএম হেফাজতে ইসলামের নির্বাহী কমিটির সদস্য মাওলানা সোহেল চৌধুরীকে পরিকল্পিতভাবে বাসচাপা দিয়ে হত্যার অভিযোগে চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে সংগঠনটি। বুধবার (৮ অক্টোবর) সকাল ৭টা থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীরা চট্টগ্রাম উত্তর জেলা হাটহাজারী, রাঙামাটি, খাগড়াছড়ি ও মানিকছড়ি মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ, বাঁশ ও অন্যান্য বস্তু ফেলে ব্যারিকেড সৃষ্টি করে যান চলাচল বন্ধ করে দেন। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়। অবরোধকারীরা জানান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অবরোধ কর্মসূচি চলবে। তারা হাটহাজারী বাসস্টেশন জিরো পয়েন্ট, হাটহাজারী মাদ্রাসা গেট, কলেজ গেটসহ গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। তবে অবরোধ চলাকালে রোগী পরিবহনকারী অ্যাম্বুলেন্স, বিদেশগামী যাত্রীবাহী যান, ফায়ার সার্ভিস ও সংবাদপত্র পরিবহনকারী গাড়ি, এবং কাঁচামালবাহী...