নিজস্ব প্রতিবেদক : বিবিসি প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কায়ার স্টারমার স্পষ্ট করে বলেছেন যে, ভারতের সঙ্গে সাম্প্রতিক বাণিজ্য চুক্তির সুবিধা থাকলেও, ভারতীয় নাগরিকদের জন্য ভিসা নীতিতে কোনো শিথিলতা আনা হচ্ছে না। ভারত সফরের পথে বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “এটি ভিসার বিষয় নয়, এটি বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য, যুক্তরাজ্যে কর্মসংস্থান ও সমৃদ্ধির সঙ্গে সম্পর্কিত।” প্রধানমন্ত্রী স্টারমার জানান, ভারতের সঙ্গে যে বহু বিলিয়ন পাউন্ডের বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে, তা দুই দেশের পণ্যের রপ্তানি খরচ কমাবে। উদাহরণস্বরূপ, যুক্তরাজ্যের গাড়ি ও হুইস্কি ভারতে এবং ভারতীয় টেক্সটাইল ও গহনা যুক্তরাজ্যে কম দামে রপ্তানি করা যাবে। এই চুক্তির আওতায় স্বল্পমেয়াদী ভিসায় যুক্তরাজ্যে কর্মরত ভারতীয় নাগরিকদের তিন বছরের জন্য সামাজিক নিরাপত্তা কর থেকে ছাড় দেওয়া হয়েছে। তবে মন্ত্রীরা স্পষ্ট করেছেন, এটি স্থায়ী অভিবাসন বা ভিসা...