সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি স্টেডিয়ামে আজ বুধবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। দীর্ঘদিন ধরে ওয়ানডে না খেলা দুই দলকেই লড়তে হবে একে অপরের বিপক্ষে। এদিকে আফগানিস্তান দল সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছে আট মাস আগে, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে। সেই ম্যাচটিও বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। সব মিলে চলতি বছরে তারা এখনো পর্যন্ত মাত্র দুটি ওয়ানডে ম্যাচ খেলতে পেরেছে। অন্যদিকে, বাংলাদেশ চলতি বছরে ওয়ানডে ম্যাচ খেলেছে ছয়টি, তবে সর্বশেষ ম্যাচটি খেলেছে জুলাই মাসে। আফগানিস্তানের চেয়ে তুলনামূলকভাবে বাংলাদেশ কিছুটা ভালো অবস্থানে থাকলেও, টাইগাররা সর্বশেষ ছয় ম্যাচের চারটিতেই হেরেছে, জয় লাভ করেছে মাত্র একটি ম্যাচে। দীর্ঘদিন ওয়ানডে না খেলার কারণে দুই দলের একাদশ গঠনেও সেটার প্রভাব পড়তে পারে। কেননা বাংলাদেশ সম্প্রতি টি-টোয়েন্টি সিরিজ জিতেছে। যারা পূর্বে ওয়ানডেতে ভালো করেছে তাদের অনেকেই টি-টোয়েন্টি ব্যাচগুলোতে ব্যর্থ...