কয়েকদিন আগে অবসরের ঘোষণা দিয়েছেন সের্হিও বুসকেতস। ইন্টার মায়ামিতে খেলা স্প্যানিশ মিডফিল্ডার জানিয়েছেন, মেজর লিগ সকারের (এমএলএস) চলতি মৌসুম শেষে বুটজোড়া তুলে রাখবেন তিনি। বুসকেতসের দেখানো পথে হাঁটছেন ইয়র্দি আলবাও। এমএলএসের চলতি মৌসুম শেষে অবসর নেবেন ৩৬ বছর বয়সী এ স্প্যানিশ ডিফেন্ডার। গতকাল মঙ্গলবার ইনস্টাগ্রামে দেওয়া এক ভিডিও বার্তায় এমন সিদ্ধান্ত জানান ইন্টার মায়ামি তারকা। আলবার এমন সিদ্ধান্তে শুভেচ্ছা বার্তা দিয়েছেন লিওনেল মেসি। সে বার্তায় আর্জেন্টাইন অধিনায়ক জানিয়েছেন, আলবা ছাড়া মাঠটাকে তাঁর কাছে অচেনা লাগবে। আলবার শূন্যতা কতটা ভোগাবে, সেটা বোঝাতে মেসি উল্লেখ করেছেন, এখন তাঁকে পেছন থেকে পাসগুলো কে দেবেন! আলবার অবসর ঘোষণার ইনস্টাগ্রাম পোস্টের মন্তব্যের ঘরে মেসি লিখেছেন, ‘ইয়র্দি (আলবা), তোমাকে ধন্যবাদ। আমি তোমাকে ভীষণ মিস করব। এতকিছু একসঙ্গে করার পর বাঁপাশে তাকিয়ে যখন দেখব তুমি নেই- এটা...