বিজ্ঞাপনটি শুরু হয় যখন রণবীর একটি জাদুঘরে শিল্পকর্মের প্রশংসা করেন। প্রশংসা করতে করতেই অভিনেতা বলেন, যদি আমার একটা মূর্তি তৈরি করা হতো তাহলে কেমন লাগত? স্বামীর উত্তরে দীপিকা বলেন, তোমাকে সত্যিই জাদুঘরে রাখাই যায়। এরপর রণবীর জিজ্ঞাসা করেন, তুমি কি কখনো ভেবে দেখেছ যদি আমরা অন্য কোথাও বড় হতাম তাহলে কেমন হত? উত্তরে দীপিকা বলেন, খুব ভালো হতো। কিছু জায়গা আছে যেখানে আমাদের এমন প্রশ্ন করা হয় যেটা আমরা নিজেদেরকে করি না। রণবীর তখন বলেন, এমন কিছু জায়গায় যেখানে আমাদের শুধু শুনতে হয়, চলো তোমাকে দেখাই। এরপরই দীপিকা বলেন, সত্যি এমন একটি নীরবতা যা অনুভব করা যায়। এরপর আসে আসল প্রসঙ্গ। রণবীর বলেন, এমন জায়গায়ই হলো আবুধাবি। একটি বিরতি নেওয়ার সঠিক জায়গা। দীপিকার সংযোজন, আমরা পৃথিবী দেখার জন্য ভ্রমণ করি...