সৌদি আরব-বাংলাদেশের সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে রাজধানীর শেরাটন হোটেলে সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসএবিসিসিআই) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। তিনি বলেন, 'এ সম্পর্ক শুধু যে মানবিক তা নয়। দুই দেশের সম্পর্ক পারস্পরিক আস্থার ওপর দাঁড়ানো দীর্ঘমেয়াদি বন্ধুত্ব। আজকের এই সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার পাশাপাশি বিনিয়োগ ও বাণিজ্যের ক্ষেত্রে নতুন দুয়ার সৃষ্টি করবে।' জমকালো আয়োজনে চেম্বারটির উদ্বোধন করে পররাষ্ট্র উপদেষ্টা সৌদি ব্যবসায়ীদের বাংলাদেশের বন্দর, বিদ্যুৎ, জ্বালানি ও মেগা প্রকল্পে বিনিয়োগের আহ্বান জানান। ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তিনি বলেন, সৌদি আরবের ‘ভিশন ২০৩০’ বাস্তবায়নে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে বলেও তিনি আশা প্রকাশ করেন। তৌহিদ হোসেন আশা প্রকাশ করে...