গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন বলেছেন, ২০২৪ সালে কোনো যুদ্ধ হয়নি। বরং জুলাই আন্দোলন ছিল দীর্ঘদিনের অবৈধ পরিকল্পনা ও ষড়যন্ত্রের অংশ। এই বক্তব্য অসত্য বলে মন্তব্য করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আলমগীর। মঙ্গলবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার ৫৪তম সাক্ষী তদন্ত কর্মকর্তা মো. আলমগীরকে তৃতীয় দিনের মতো মঙ্গলবার জেরা করা হয়েছে। বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এ বুধবার ফের জেরা চলবে। আমির হোসেন তদন্ত কর্মকর্তাকে উদ্দেশ করে বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা নেপথ্যে থেকে অন্যায়ভাবে শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করেছিলেন। জবাবে এ কথা সত্য নয় বলে জানিয়েছেন আলমগীর। আইনজীবী আমির হোসেন বলেন, জুলাই-আগস্টে দেশে কোনো যুদ্ধ হয়নি। এ সময়ে কোনো মানবতাবিরোধী অপরাধের ঘটনা ঘটেনি। জবাবে তদন্ত কর্মকর্তা বলেন, এটা সত্য...