বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত পরিচালনা পর্ষদ দায়িত্ব গ্রহণের পর প্রথম বোর্ড সভাতেই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। সোমবার (৬ অক্টোবর) নির্বাচনের পর মঙ্গলবার প্রথমবারের মতো বোর্ড সভায় বসে নতুন কমিটি। এই সভাতেই ২৩টি কমিটির প্রধানের নাম ঘোষণা করা হয়। নতুন বোর্ডের নেতৃত্বে রয়েছেন সাবেক জাতীয় দলের অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল, যিনি এবার প্রথমবারের মতো পূর্ণ মেয়াদে বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। মাদ্রাসা ক্রিকেট টুর্নামেন্টের পরিকল্পনাসভা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বোর্ডের একটি নতুন ও ব্যতিক্রমী পরিকল্পনার কথা তুলে ধরেন—মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন। বুলবুল বলেন, "মাদ্রাসায় লাখ লাখ ছাত্র রয়েছে। সেখান থেকেও যদি প্রতিভাবান ক্রিকেটার উঠে আসে, সেটি দেশের ক্রিকেটের জন্য ইতিবাচক হবে। আমরা সেই লক্ষ্যেই পরিকল্পনা করছি।" উল্লেখ্য, বিসিবির অধীনে...