ভারতের বিহার রাজ্যে আগামী নভেম্বরের বিধানসভা নির্বাচন ঘিরে মুসলিম সম্প্রদায়, বিশেষ করে সীমাঞ্চল অঞ্চলের শেরশাহবাদি মুসলমানরা, নতুন করে “বাংলাদেশি অনুপ্রবেশকারী” তকমার মুখোমুখি হয়েছেন। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং এর সহযোগী নেতারা নির্বাচনী প্রচারে এই ইস্যুকে সামনে এনে রাজ্যের রাজনীতি উত্তপ্ত করে তুলেছেন। খবর আল জাজিরার। দুই বছর আগে বিহারের কিশনগঞ্জ জেলায় এক জনসভায় রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও বিজেপির মিত্র জিতনরাম মাঞ্জি দাবি করেন, শেরশাহবাদি মুসলমানরা “বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী।” এই বক্তব্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই সম্প্রদায়ের মধ্যে। শেরশাহবাদি মুসলমানদের ভাষা বাংলা উপভাষার সঙ্গে হিন্দি ও উর্দুর মিশ্রণ। ঐতিহাসিকভাবে তারা পশ্চিমবঙ্গের মালদা ও মুর্শিদাবাদ অঞ্চল থেকে গঙ্গার উজানে এসে বিহারের সীমাঞ্চলে বসতি গড়েছিলেন। কিশনগঞ্জের বাসিন্দা ও ব্যবসায় প্রশাসনে স্নাতক মুক্তার আলম জানান, এই বক্তব্যের পর থেকে তাদের বিরুদ্ধে ঘৃণার সুর...