গ্রামীণ প্রেক্ষাপটে তিন বন্ধু বাবুল, মোহন ও পাঙ্খার মজার সব কাণ্ড, প্রেম, ঝগড়া আর কেবল ব্যবসা ঘিরে গড়ে নির্মিত হচ্ছে ধারাবাহিক নাটক ‘ঘুরিতেছে পাঙ্খা’। হিমু আকরামের রচনা ও পরিচালিত নাটকটি আরটিভিতে প্রচার হবে। নাটকে দেখা যাবে, তিন বন্ধু মিলে চালায় পাঙ্খা স্যাটেলাইট নামের ডিস কোম্পানি। এই ব্যবসার পাশাপাশি তাদের ভিন্ন ভিন্ন শখ রয়েছে। গ্রাম্য বিজ্ঞানী পাঙ্খার হাতির পিঠে বিয়ের স্বপ্ন, কুংফু ওস্তাদ বাবুলের সোনার দাঁতের খায়েশ, আর সুদের কারবার করা মোহনের প্রেমের বহুদিক রয়েছে। তাদের সঙ্গে ঘটে যাওয়া একের পর এক ঘটনায় এগিয়ে যাবে নাটকটি। দীর্ঘ বিরতির পর নতুন ধারাবাহিক নির্মাণ শুরু করেছেন পরিচালক হিমু। গেল বছরে এই নির্মাতা ঘোষণা দিয়েছিলেন কলকাতার স্বস্তিকা মুখার্জিকে নিয়ে 'আলতাবানু জোছনা দেখেনি' সিনেমার। কিন্তু জুলাই-অগাস্টের আন্দোলনে ভারত বাংলাদেশ ভিসা জটিলতায় আটকে গেছে সিনেমার নির্মাণ...