নড়াইল জেলার নড়াগাতীতে পুকুরে ডুবে ভাই-বোন মারা গেছে। তাদের মায়ের দাবি দুজনকে হত্যা করে পুকুরে ফেলা হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় শিবানন্দপুর গ্রামের পুকুর থেকে ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়। তারা হলো- শিবানন্দপুর গ্রামের আজিবার শেখের মেয়ে তাছলিমা খানম (১৫) ও ছেলে কাউছার শেখ (৮)। তাদের মা বেবি বেগম বলেন, আমার মেয়ে সাঁতার কাটতে জানে। তারা পুকুরে ডুবে মরতে পারে না। আমার স্বামী ও তার ভাইয়েরা পরিকল্পনা করে আমাকে ৮ থেকে ৯ মাস আগে এ বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমার স্বামী দ্বিতীয় বিয়ে করে আমার সন্তানদের হত্যা করেছে। তাদের বাবা আজিবার শেখ বলেন, আমার ছেলে-মেয়ে পুকুরে গোসল করতে গিয়ে ডুবে মারা গেছে। তারা কেউ সাঁতার জানে না। নড়াগাতী থানার...