তিনি অভিযোগ করে বলেন, “দুর্ঘটনার পর আমরা ঘাতক ড্রাইভার, গাড়ি ও মরদেহ নিয়ে রাউজান হাইওয়ে থানায় গেলে পুলিশ আমাদের নিজেদের মতো করে এজাহার লেখার প্রস্তাব দেয়। আমরা চাইছিলাম মামলায় এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করতে। কিন্তু পুলিশ তা মানেনি, ফলে মামলা নেয়নি।” এই ঘটনার প্রতিবাদে বুধবার সকাল থেকে হাটহাজারীতে হেফাজতের নেতাকর্মীরা সড়কে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন। এ সময় কোনো যানবাহন চলাচল করতে দেওয়া হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাটহাজারী ও রাউজান এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক...