পাবনার সাথিয়া উপজেলার খেতুপাড়া গ্রামে এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে প্রাণ হারিয়েছেন স্বপন প্রামাণিক নামে এক কাঠমিস্ত্রি। দীর্ঘদিনের পরকীয়ার জালে জড়িয়ে শেষ পর্যন্ত নিজের প্রেমিকার হাতে খুন হয়েছেন তিনি—এমনটাই অভিযোগ করেছে নিহতের পরিবার। স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী আরিফের স্ত্রী *রত্না বেগমের* সঙ্গে প্রায় চার বছর ধরে গোপন সম্পর্ক ছিল স্বপনের। সংসার থাকা সত্ত্বেও তিনি নিয়মিত প্রেমিকার সঙ্গে দেখা করতেন, এমনকি নিজের আয়-রোজগারের টাকাও দিতেন রত্নাকে। এতে স্বপনের সংসারে নেমে আসে অশান্তি, ক্ষোভ জমে ওঠে তাঁর স্ত্রী মায়া খাতুনের মনে। গত সপ্তাহে স্বপন কাজের কথা বলে দুই দিন ধরে বাড়ি না ফেরায় তাঁর স্ত্রী ও সন্তানরা উদ্বিগ্ন হয়ে পড়েন। ঠিক তখনই এক অচেনা নম্বর থেকে মায়া খাতুনকে ফোন করে রত্না জানায়—“তোমার স্বামী আর বেঁচে নেই।” পরদিন সকালেই রত্নার বাড়িতে অভিযান চালিয়ে খাটের...