আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপ ২০২৫-এ শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে হারলেও প্রতিপক্ষদের কড়া হুঁশিয়ারি দিয়ে রাখল বাংলাদেশ। অলরাউন্ডার ফাহিমা খাতুন জোর দিয়ে বলেছেন, বাংলাদেশ যেকোনো দলের সঙ্গে পাল্লা দিয়ে খেলার সামর্থ্য রাখে। ম্যাচ শেষে ৪ উইকেটে হারের পর দলের সেরা বোলার ফাহিমা খাতুন বলেন, ‘আমরা হিদার নাইটের উইকেটটি নেওয়ার জন্য মরিয়া হয়ে চেষ্টা করছিলাম, কারণ ওই পর্যায়ে তাকে আউট করতে পারলে ম্যাচের পরিস্থিতি ভিন্ন হতে পারতো’। ইংলিশ এই অভিজ্ঞ ব্যাটার ১১১ বলে ৭৯ রানের একটি অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ইনিংসের শুরুতে চাপ সামলে বুদ্ধিমত্তার সাথে ব্যাটিং করে তিনি দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। এই হার সত্ত্বেও বাংলাদেশের আত্মবিশ্বাসে কোনো চিড় ধরেনি। টুর্নামেন্টে একটি জয় ও একটি হার নিয়ে বাংলাদেশ পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে অবস্থান করছে এবং সেমিফাইনালের দৌড়ে টিকে...