বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের প্রত্যন্ত তিব্বত অংশের ঢালে ভয়াবহ তুষারঝড়ের কারণে আটকা পড়ে থাকা বাকি সব হাইকারকে উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার উদ্ধারকারীরা কয়েকশ স্থানীয় গাইড ও চমরী গাইয়ের রাখালসহ আটকা পড়া অবশিষ্ট হাইকারদের নামিয়ে আনে। এতে ওই অঞ্চলের অন্যতম বৃহত্তম একটি তল্লাশি ও উদ্ধার অভিযান শেষ হয়। রয়টার্স জানায়, শনিবার ওই অঞ্চলে অস্বাভাবিক শক্তিশালী তুষারঝড়ের সময় ব্যাপক তুষারপাত হয়। এরপর জমে থাকা গভীর তুষারের কারণে কর্মা উপত্যকা বিচ্ছিন্ন হয়ে পড়ে আর সেখানে শত শত হাইকার আটকা পড়েন। শনিবার সারাদিন ধরেই ৪ হাজার ২০০ মিটার (১৩৮০০ ফুট) উচ্চতার ওই উপত্যকাটিতে তুষারপাত হয়েছিল। রোববার উদ্ধারকারীরা প্রায় ৩৫০ জন হাইকারকে নিরাপদে নামিয়ে আনতে সক্ষম হন। রয়টার্সের আগের এক প্রতিবেদনে এক সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছিল, অবশিষ্ট ২০০ জনের মতো হাইকারকে...