সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদীতে চলছে মা ইলিশ ধরার মহোৎসব। ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশ ধরা, বিক্রি ও মজুদের ওপর সরকারের নিষেধাজ্ঞা থাকলেও গত চারদিন ধরে প্রকাশ্যেই চলছে মাছ ধরা ও বিক্রি। সরেজমিনে দেখা গেছে, মঙ্গলবার (৭ অক্টোবর) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রায়পুরের মেঘনা নদীর চরবংশী হাজিমারা সুইসগেইট, আলতাফ মাষ্টার মাছঘাট, পুরানভেরি, চান্দারখাল ও সাজু মোল্লার ঘাটে অসংখ্য জেলে কারেন্ট জাল দিয়ে অবাধে ইলিশ ধরছেন। এসব মাছ স্থানীয় ঘাট ও বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে। স্থানীয়রা জানান, রায়পুর উপজেলায় গত চার মাস ধরে সিনিয়র মৎস্য কর্মকর্তা নেই। সহকারী মৎস্য কর্মকর্তার পদও শূন্য রয়েছে প্রায় দুই বছর। পাশাপাশি এখনো কোস্টগার্ডের টহল না থাকায় কোনো ধরনের অভিযান পরিচালিত হচ্ছে না। এতে জাটকা রক্ষায় মৎস্য বিভাগের কার্যক্রম নিয়েও প্রশ্ন...