বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক, ক্রীড়া সম্পাদক এবং সাবেক তারকা ফুটবলার আমিনুল হক। সরাসরি অভিযোগের আঙুল তোলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দিকে। মঙ্গলবার পল্টনের শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে জিয়া আন্তঃভলিবল টুর্নামেন্টের উদ্বোধনকালে প্রধান অতিথি হিসাবে তিনি বলেন, ‘বিসিবির নির্বাচনে সরকারি হস্তক্ষেপ হয়েছে। ক্রীড়া উপদেষ্টা সরাসরি হস্তক্ষেপ করেছেন। প্রতিটি ঘটনার প্রমাণ রয়েছে আমাদের কাছে।’ জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক বলেন, ‘আমি শুনে অবাক হয়েছি যে, ক্রীড়া উপদেষ্টা ব্যক্তিগতভাবে বিভিন্ন কাউন্সিলরকে হুমকি দিয়েছেন, নির্বাচনে ভোট দেওয়ার জন্য তাদের ওপর চাপ সৃষ্টি করেছেন। অনেক কাউন্সিলর আমাকে ফোন করে বলেছেন, তাদের ডেকে নিয়ে হুমকি দেওয়া হয়েছে।’ আমিনুল যোগ করেন, ‘বুলবুল ভাই (আমিনুল ইসলাম) ১৮ সেপ্টেম্বর জেলা ও বিভাগীয়...