রাতের বেলা সাপ হয়ে স্বামীকে কামড় দেন স্ত্রী। এছাড়া ঘুমের মধ্যে একাধিকবার তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ তাঁর। ভারতের উত্তর প্রদেশের সিতাপুর জেলায় নিজের স্ত্রীর বিরুদ্ধে থানায় এমন লিখিত অভিযোগ দিয়েছেন মেরাজ নামের এক ব্যক্তি। বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছে প্রশাসনও। পুলিশ জানিয়েছে, ঘটনাটি মানসিক হয়রানির সম্ভাব্য মামলা হিসেবে বিবেচনা করা হয়েছে। এ নিয়ে তদন্ত শুরু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণত ভারতে সমাধান দিবস (জনসাধারণের অভিযোগ দিবস) উপলক্ষ্যে এলাকার বিদ্যুৎ, রাস্তাঘাট এবং রেশন কার্ড সম্পর্কিত নানা সমস্যার কথা শোনেন জেলা ম্যাজিস্ট্রেট। সম্প্রতি এ ধরনের একটি আয়োজনে অভিযোগ নিয়ে যান সিতাপুর জেলার মাহমুদাবাদ এলাকার লোধসা গ্রামের বাসিন্দা মেরাজ। তিনি ম্যাজিস্ট্রেটকে বলেন, ‘স্যার, আমার স্ত্রী নাসিমুন রাতে সাপে পরিণত হয় এবং...