সবার জীবনেই বন্ধু-বান্ধব আছে। বন্ধু-বান্ধব ছাড়া স্বাভাবিক জীবনযাপন সম্ভব নয়। একান্ত প্রয়োজন, সুখ-দুঃখের ভাগাভাগি, যেকোনো পরামর্শের জন্য জীবনে একজন বন্ধুর দরকার হয়।বন্ধুত্ব করার ক্ষেত্রে আমরা সাত-পাঁচ খুব একটা ভাবি না। যেই পরিবেশে বসবাস করি সেখানেই মনের মিল আছে এমন এক বা একাধিক মানুষের সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠে। তবে সবাই নিজের মতো করে নিজের সার্কেলের ভালো মানুষটার সঙ্গে বন্ধুত্ব গড়ার চেষ্টা করেন।বন্ধু নির্বাচনে ভালো বা মন্দের সঙ্গা একেকজনের কাছে একেক রকম হতে পারে। আমার কাছে ভালো মানুষটি অন্য কারো কাছে তেমন ভালো নাও হতে পারেন, আবার অন্য কারো সব থেকে ভালো বন্ধুটি আমার পছন্দের মানুষ নাও হতে পারেন।পছন্দ, ভালো-মন্দ নির্বাচনের দিকটি ব্যক্তি ও রুচি ভেদে ভিন্ন হতে পারে—এটাই স্বাভাবিক। রুচি-বৈচিত্র্যের ভিন্নতার মাঝেও বন্ধু-নির্বাচনে কিছু বিষয় মেনে চলা উচিত এবং বন্ধু নির্বাচনের...