টি-টোয়েন্টি সংস্করণে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করার পর ওয়ানডেতে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। প্রতিপক্ষ একই, তবে সংস্করণটা ভিন্ন। ৫০ ওভারের এই সংস্করণটা অবশ্য বাংলাদেশের প্রিয় সংস্করণ। যেখানে সর্বশেষ সিরিজেই মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে এক নতুন যুগের সূচনা হয়েছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ বুধবার (৮ অক্টোবর) আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। এবছর বাংলাদেশ ওয়ানডে ম্যাচ খেলেছে ছয়টি, সর্বশেষ জুলাইতে শ্রীলঙ্কার বিপক্ষে। ৬ ম্যাচের মধ্যে তারা হেরেছে ৪টিতে এবং জিতেছে মাত্র একটিতে। সর্বশেষ সিরিজটিতে শ্রীলঙ্কার বিপক্ষে মিরাজের দল হেরেছে ২-১ ব্যবধানে। আর আফগানিস্তান তাদের সর্বশেষ ওয়ানডে খেলেছে আট মাস আগে, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে। সেটিও বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। এইট বাদ দিলে তারা এবছর মাত্র দুটি ওয়ানডে খেলেছে। অতীত পরিসংখ্যান বলছে, বাংলাদেশ ও...