বিশ্বজুড়ে জনপ্রিয় তুর্কি ঐতিহাসিক ড্রামা সিরিজ ‘কুরলুস উসমান’ এবার এক দর্শকের জীবনে এনে দিয়েছে অভূতপূর্ব পরিবর্তন। স্কটল্যান্ডের জুলিয়েটা লোরেঞ্জা মার্টিনেজ নামের এক নারী এই ড্রামাটি দেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তুর্কি সংবাদমাধ্যম ডেইলি সাবাহ জানিয়েছে, ড্রামার নির্মাতা প্রতিষ্ঠান বোজদাগ ফিল্ম এক বিবৃতিতে জানায়, ‘কুরলুস উসমান’-এর কাহিনি ও ইসলামী মূল্যবোধে অনুপ্রাণিত হয়েই মার্টিনেজ ইসলামের প্রতি আগ্রহী হয়ে ওঠেন। তিনি তুরস্কের ইতিহাস, সংস্কৃতি ও ইসলাম সম্পর্কে গভীরভাবে গবেষণা শুরু করেন, যা পরবর্তীতে তাকে মুসলিম হতে উদ্বুদ্ধ করে। বার্তাসংস্থা আনাদোলু এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে মার্টিনেজ বলেন, “করোনা মহামারির সময় আমি তুর্কি সিরিজ দেখা শুরু করি। তখনই ‘কুরলুস উসমান’-এর ইসলামী শিক্ষা ও ওসমানীয় ইতিহাস আমাকে গভীরভাবে নাড়া দেয়। এর আগে ইসলাম সম্পর্কে আমি খুব অল্পই জানতাম।” তিনি আরও জানান, এ অনুপ্রেরণায় তিনি কোরআন পড়া শুরু...