নেত্রকোণার আটপাড়া উপজেলার মনসুরপুর গ্রামে একটি হাঁসের খামারে বিরল প্রজাতির বন্যপ্রাণী গন্ধগোকুল (স্থানীয়ভাবে খাটাশ নামে পরিচিত) জীবিত অবস্থায় ধরা পড়েছে। খামার মালিক রুমেন মিয়া জানান, প্রায় এক মাস ধরে তাঁর খামারে রাতে নিয়মিতভাবে হাঁস নিখোঁজ হচ্ছিল। কখনও দেখা যেত কিছু হাঁস মারা পড়ে আছে, আবার কিছু পুরোপুরি হারিয়ে গেছে। মেরেছে ৮০০ টি হাঁস, এতে তিনি দীর্ঘদিন ধরেই দুশ্চিন্তায় ছিলেন। ৬ অক্টোবর রাতে খামারের পাশে পাতা ফাঁদে প্রাণীটি ধরা পড়ে। সকালে রুমেন মিয়া ও স্থানীয়রা এসে অচেনা প্রাণীটিকে দেখে বিস্মিত হন। কেউ কেউ ভয় পেয়ে গেলেও অনেকে ধারণা করেন এটি কোনো বন্যপ্রাণী। স্থানীয় বাসিন্দারা বলেন, “এমন প্রাণী আমরা আগে কখনো দেখিনি। নামও জানতাম না। মনে হয় এটি বনাঞ্চল থেকে এসেছে—এটিকে আবার তার জায়গায় ছেড়ে দেওয়া উচিত।” বিশেষজ্ঞদের মতে, গন্ধগোকুল একটি নিশাচর...