বিগত সময় ধরে আন্তর্জাতিক স্বর্ণবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকায় দেশের বাজারেও স্বর্ণের দাম নতুন রেকর্ড ছুঁয়েছে। বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ইতিমধ্যেই ৩ হাজার ৯০০ ডলার অতিক্রম করেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দেশে ২ লাখ ৭২৬ টাকায় নির্ধারণ করা হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে জানা গেছে, ৬ অক্টোবর বিশ্ববাজারে ২২ ক্যারেটের স্বর্ণের দাম প্রতি আউন্সে ৩ হাজার ৯৫৬ ডলারে পৌঁছায়। এছাড়া মার্কিন স্বর্ণের ডিসেম্বর ডেলিভারির ফিউচার দামও ১.৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩ হাজার ৯৭৬ ডলারে দাঁড়ায়। এ সপ্তাহে ইতিহাসে প্রথমবার স্বর্ণের দাম ৩৯০০ ডলারের গণ্ডি ছুঁয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, স্বর্ণের দাম বৃদ্ধিতে কেন্দ্রীয় ব্যাংকের ক্রয়, এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডের চাহিদা, ডলারের দুর্বলতা ও ভূরাজনৈতিক উত্তেজনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এছাড়াও মার্কিন সরকারের শাটডাউন, ইয়েনের দুর্বলতা এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিশ্ববাজারে...