অনুমোদন না থাকায় ‘সহজক্যাশ’ এর সঙ্গে সব ধরনের লেনদেনে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি একাধিক জাতীয় পত্রিকায় ‘সহজক্যাশ লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানের চাকরির বিজ্ঞাপন বাংলাদেশ ব্যাংকের নজরে এসেছে। বিজ্ঞাপনে বলা হয়েছে, সহজক্যাশ প্রাক-পরিচালন পর্যায়ে আছে এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) চালুর জন্য বাংলাদেশ ব্যাংকের ‘অনুমোদন প্রাপ্তির প্রক্রিয়ায়’ রয়েছে। “প্রকৃতপক্ষে তথাকথিত ‘সহজক্যাশ লিমিটেড’ এর নামে এমএফএস চালুর কোনো আবেদন বাংলাদেশ ব্যাংক কর্তৃক গৃহীত হয়নি এবং এ ধরনের কোনো এমএফএস চালুর অনুমোদন বাংলাদেশ ব্যাংকের নিকট প্রক্রিয়াধীন নেই।” ‘সহজক্যাশ লিমিটেড’ এর সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন বা প্রতিশ্রুতি দেওয়ার আগে সবাইকে সতর্ক ও সচেতন থাকার অনুরোধ জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এদিকে অনলাইন টিকেটিং প্ল্যাটফর্ম সহজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, সহজক্যাশ নামের কোনো...